Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিনংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।   বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । সাতকানিয়া উপজেলার মোট জনসংখ্যা ৪,৫৪,০৫১ জন। পুরুষ ২,১৫,৮৪৭ জন,মহিলা ২,৩৮,২০৪ জন। খানার আকার ৪.৪৩ জন। স্বাক্ষরতার হার ৮০.৮৪%,পুরুষ স্বাক্ষরতার হার ৮২.৪৯%,মহিলা স্বাক্ষরতার হার ৭৯.৩৭%। জাতীয় তথ্য: জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.১২ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৮১% (মার্চ ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৪৪,৯০৮ বিলিয়ন টাকা (২০২২-২৩) (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.৭৮%(২০২২-২৩) (P জিএনআই - ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) (P মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার (২০২২-২৩)। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২১-২২)। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২১-২২) । রেমিটেন্স ২১৫.৮৯ বিলিয়ন টাকা (মার্চ ২০২৩)বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২) সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩ 


ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমান বিশ্বে সরকারি ও বেসরকারি পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০০০ সালে গৃহীত ‘সহস্রাব্দ উন্নয়নলক্ষ্য মাত্রা (Millennium Development Goals-MDG) এর বিভিন্ন সূচক পরিসংখ্যানের উপর ভিত্তি করে চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গৃহিত টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goals-SDG)-এর অগ্রগতি মূল্যায়নে পরিসংখ্যানের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এ লক্ষ্যে একটি ‘নতুন তথ্য বিপ্লব’ (New Data Revolution) এর আহ্বান জানানো হয়েছে এবং সার্বিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। এছাড়াও প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১, ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-২০২০, রূপকল্প ২০২১, রূপকল্প ২০৪১, ডেল্টা প্ল্যানসহ সকল জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রোডম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করার কাজে সদা নিয়োজিত বিবিএস। বিবিএস-এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ তথা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, জেলা পরিসংখ্যান কার্যালয়, উপজেলা পরিসংখ্যান কার্যালয় সদর দপ্তর হতে গৃহীত পরিকল্পনা অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ ও পরিসংখ্যানিক কাজে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।