২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে লোক সংখ্যা:
মোট জনসংখ্যা - ৪,৫৪,০৫১ জন (জনশুমারি ও গৃহগণনা ২০২২)
পুরুষ - ২,১৫,৮৪৭ জন। মহিলা - ২,৩৮,২০৪ জন। খানার সংখ্যা ১,০০৮,৩১ টি। খানার আকার ৪.৪৩ জন।
স্বাক্ষরতার হার (৭ বছর ও তদুর্দ্ধ) ৮০.৮৪%,পুরুষ স্বাক্ষরতার হার ৮২.৪৯%,মহিলা স্বাক্ষরতার হার ৭৯.৩৭%।
সাতকানিয়া পৌরসভার মোট জনসংখ্যা ৫৩,৬৮৯ জন ও খানার সংখ্যা ১২,৩০৯ টি। পুরুষ ২৪,৯৭১ জন। মহিলা ২৮,৭১৮ জন। খানার আকার ৪.৩০ জন।
সাতকানিয়া পৌরসভার স্বাক্ষরতার হার (৭ বছর ও তদুর্দ্ধ) ৮৭.৪০%।
ধর্ম অনুসারে লোক সংখ্যা:
মোট লোক সংখ্যা- ৪,৫৪,০৬২ জন
মুসলিম সংখ্যা ৪,১৪,০৯২ জন (মোট জনসংখ্যার ৯১.২০%)
হিন্দুসংখ্যা ৩৬,১১৬ জন (মোট জনসংখ্যার ৭.৯৫%)
খৃষ্টান সংখ্যা ৪২ জন (মোট জনসংখ্যার ০.০১%)
বৌদ্ধ সংখ্যা ৩,৭৫০ জন (মোট জনসংখ্যার ০.৮৩%)
অন্যান্য সংখ্যা ৬২ জন (মোট জনসংখ্যার ০.০১৪%)
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী
উপজাতিয় পরিবার সংখ্যা ১৭ টি
লোক সংখ্যা ৮৮ জন
পুরুষ ৫৭ জন
মহিলা ৩১ জন
উপজাতিয় গোত্র হিসাবে লোকসংখ্যা:
ত্রিপুরা ১৪ জন
চাকমা ১৩ জন
মারমা ১৭ জন
অন্যান্য ৪৪ জন
মোট ৮৮ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস