Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিনংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।   বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । সাতকানিয়া উপজেলার মোট জনসংখ্যা ৪,৫৪,০৫১ জন। পুরুষ ২,১৫,৮৪৭ জন,মহিলা ২,৩৮,২০৪ জন। খানার আকার ৪.৪৩ জন। স্বাক্ষরতার হার ৮০.৮৪%,পুরুষ স্বাক্ষরতার হার ৮২.৪৯%,মহিলা স্বাক্ষরতার হার ৭৯.৩৭%। জাতীয় তথ্য: জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.১২ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৮১% (মার্চ ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৪৪,৯০৮ বিলিয়ন টাকা (২০২২-২৩) (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.৭৮%(২০২২-২৩) (P জিএনআই - ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) (P মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার (২০২২-২৩)। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২১-২২)। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২১-২২) । রেমিটেন্স ২১৫.৮৯ বিলিয়ন টাকা (মার্চ ২০২৩)বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২) সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩ 


কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন

বিস্তারিত

নাগরিক সেবার তথ্য সারণি

সেবা প্রদানকারী কার্যালয়ের নাম : উপজেলা পরিসংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম

ক্রমিক

নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা 

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি


সংশ্লিষ্টআইন-কানুন

/ বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা


০১

বিভিন্ন প্রকার জরিপ এবং শুমারির তথ্য প্রদান

পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে দায়িত্বে নিয়োজিত কর্মচারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

 


১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা , ২০০৯

৩. পরিসংখ্যান আইন -২০১৩

উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, চট্টগ্রাম

০২

জনসংখ্যার প্রত্যয়নপত্র প্রদান

পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম

আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে দায়িত্বে নিয়োজিত কর্মচারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।


১. তথ্য অধিকার আইন-২০০৯

২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা , ২০০৯

৩. পরিসংখ্যান আইন -২০১৩

উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, চট্টগ্রাম