Sample Vital Registration System in Digital Platform (SVRS) এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান।
বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারপূর্বক মোবাইল ও ওয়েব এপ্লিকেশন এর মাধ্যমে জনসংখ্যা,জনস্বাস্হ্য ও জনমিতিসহ আর্থসামাজিক উন্নয়ন পরিবীক্ষণ করার লক্ষ্যে বিবিএস প্রতি মাসে মাঠ পর্যায়ে খানা ভিত্তিক তথ্য সহ জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক/দাম্পত্য বিচ্ছিন্ন,বহির্গমন,আগমন,জন্মনিয়ন্ত্রণ,প্রতিবন্ধিতা,গর্ভবর্তী রেজস্টিার এর তথ্য সংগ্রহ করে আসছে।
টেকসই নীতি পরিকল্পনার প্রধান চালিকাশক্তি ও আলোকবর্তিকা হলো নির্ভরযোগ্য তথ্য উপাত্ত।জাতীয় পরিসংখ্যান সংস্হা (এনএসও) হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিরলসভাবে উন্নয়নের রক্ত প্রবাহ সচল রাখতে হালনাগাদ তথ্য উপাত্ত প্রস্তুত ও প্রকাশ করে আসছে প্রতিনিয়ত।একই ধারাবাহিকতায় জনসংখ্যা,জনস্বাস্হ্য ও জনমিতিসহ আর্থসামাজিক উন্নয়ন পরিবীক্ষণ করার লক্ষ্যে বিবিএস জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক/দাম্পত্য বিচ্ছিন্ন,বহির্গমন,আগমন,জন্মনিয়ন্ত্রণ,প্রতিবন্ধিতা,গর্ভবর্তী রেজস্টিার বিষয়ক জনমিতকি উপাত্তের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উপাত্তের তথ্য সংগ্রহ করে।
তথ্যসমূহ সরকারের নীতিনির্ধারক,পরিকল্পনাবিদ,দাতা সংস্হা,,উন্নয়নকর্মী ও গবেষকগণ অতীব গুরত্বের সাথে ব্যবহার করে থাকেন। গুরত্বের দিক বিবেচনা করে SVRS এর তথ্য সমূহ দেশ ও সমাজের নিকট দায়বদ্ধ।
এমতাবস্থায়, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে আপনার খানায় উপস্হিতরত SVRS রেজিস্টারকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস