Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিনংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।   বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । সাতকানিয়া উপজেলার মোট জনসংখ্যা ৪,৫৪,০৫১ জন। পুরুষ ২,১৫,৮৪৭ জন,মহিলা ২,৩৮,২০৪ জন। খানার আকার ৪.৪৩ জন। স্বাক্ষরতার হার ৮০.৮৪%,পুরুষ স্বাক্ষরতার হার ৮২.৪৯%,মহিলা স্বাক্ষরতার হার ৭৯.৩৭%। জাতীয় তথ্য: জনসংখ্যার ঘনত্ব ১১৭১ জন (প্রতি বর্গকিলোমিটার-সূত্র:এসভিআরএস ২০২৪) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩(সূত্র:এসভিআরএস ২০২৪) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৬.৩ (সূত্র:এসভিআরএস ২০২৪)জনসংখ্যার স্থুল জন্মহার ১৯.৪ (প্রতি হাজারে), জনসংখ্যার স্থুল মৃত্যুহার ৬.১ (প্রতি হাজারে), পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার ৩৩ (প্রতি হাজারে), (সূত্র: এসভিআরএস ২০২৪) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (সূত্র:এসভিআরএস ২০২৪) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৭.৯% (সূত্র:এসভিআরএস ২০২৪) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (সেপ্টেম্বর ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-সূত্র:এসভিআরএস ২০২৪)। জিডিপি - ৫০,৪৮০,২৭৪ মিলিয়ন টাকা (২০২৩-২৪) (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.৮২%(২০২৩-২৪) (P জিএনআই - ৫২,৫৩১ বিলিয়ন টাকা (২০২৩-২৪) (P মাথাপিছু আয় - ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪)। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২১-২২)। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২১-২২) । রেমিটেন্স ২১৫.৮৯ বিলিয়ন টাকা (মার্চ ২০২৩)বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫,৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার (২০২৩-২৪) সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩ 


শিরোনাম
“স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম ” শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার তথ্য সংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে স্থানীয় নারী রেজিস্টার নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত

বিস্তারিত

“স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম ” শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার তথ্য সংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে স্থানীয় নারী রেজিস্টার নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনপত্রের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র:

(ক)  স্থানীয় রেজিস্ট্রার পদে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের লিংক: //application.svrs.online. অনলাইনে আবেদনের পর অনলাইনে ‘Preview’ অপশন হতে ডাউনলোডকৃত ‘LR Applicant Profile’-এর একটি পূরণকৃত হার্ডকপি আবশ্যকীয় কাগজপত্রসহ উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, সরকারি কার্যভবন - ০১, আগ্রাবাদ, চট্টগ্রাম বরাবর আগামী ১০ মে ২০২৪ তারিখ বিকেল ৩:৩০ টার মধ্যে অবশ্যই সশরীরে দাখিল করতে হবে। নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পর কিংবা আংশিক পূরণকৃত/দাখিলকৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

(খ)  নাগরিকত্ব ও বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচায়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদপত্রের পাশাপাশি সরকারি ১ম শ্রেণির (৯ম ও তদূর্ধ্ব গ্রেড) গেজেটেড কর্মকর্তা কর্তৃক বিগত ১ মাসের মধ্যে ইস্যুকৃত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে।

(গ)  প্রার্থীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে।

(ঘ)  সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট-এর সত্যায়িত কপি দাখিল করতে হবে।

(ঙ)  অনলাইন হতে ডাউনলোডকৃত নির্ধারিত জীবনবৃত্তান্ত ফরমের পূরণকৃত ও স্বাক্ষরিত হার্ডকপির সাথে প্রার্থীর মুখ ও কান খোলা অবস্থায় গৃহীত দুইকপি 300x300 pixel সাইজের রঙিন ছবি সংযুক্ত করে সংশ্লিষ্ট জেলা পরিসংখ্যান অফিসে দাখিল করতে হবে।

(চ)  অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া হলে প্রার্থীতা বাতিল করা হবে।

(ছ) যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগ দণ্ডিত হন, তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
29/04/2024
আর্কাইভ তারিখ
09/05/2025