Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিনংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।   বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । সাতকানিয়া উপজেলার মোট জনসংখ্যা ৪,৫৪,০৫১ জন। পুরুষ ২,১৫,৮৪৭ জন,মহিলা ২,৩৮,২০৪ জন। খানার আকার ৪.৪৩ জন। স্বাক্ষরতার হার ৮০.৮৪%,পুরুষ স্বাক্ষরতার হার ৮২.৪৯%,মহিলা স্বাক্ষরতার হার ৭৯.৩৭%। জাতীয় তথ্য: জনসংখ্যার ঘনত্ব ১১৭১ জন (প্রতি বর্গকিলোমিটার-সূত্র:এসভিআরএস ২০২৪) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩(সূত্র:এসভিআরএস ২০২৪) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৬.৩ (সূত্র:এসভিআরএস ২০২৪)জনসংখ্যার স্থুল জন্মহার ১৯.৪ (প্রতি হাজারে), জনসংখ্যার স্থুল মৃত্যুহার ৬.১ (প্রতি হাজারে), পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার ৩৩ (প্রতি হাজারে), (সূত্র: এসভিআরএস ২০২৪) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (সূত্র:এসভিআরএস ২০২৪) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৭.৯% (সূত্র:এসভিআরএস ২০২৪) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (সেপ্টেম্বর ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-সূত্র:এসভিআরএস ২০২৪)। জিডিপি - ৫০,৪৮০,২৭৪ মিলিয়ন টাকা (২০২৩-২৪) (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.৮২%(২০২৩-২৪) (P জিএনআই - ৫২,৫৩১ বিলিয়ন টাকা (২০২৩-২৪) (P মাথাপিছু আয় - ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪)। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২১-২২)। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২১-২২) । রেমিটেন্স ২১৫.৮৯ বিলিয়ন টাকা (মার্চ ২০২৩)বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫,৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার (২০২৩-২৪) সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩ 


শিরোনাম
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০/১২/২০২৪ খ্রিঃ হতে ২৬/১২/২০২৪ খ্রিঃ পর্যন্ত চলমান থাকবে।
বিস্তারিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করে আসছে। এরই ধারাবহিকতায় বিবিএস কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারপূর্বক মোবাইল ও ওয়েব এপ্লিকেশন এর মাধ্যমে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মাঠ পর্যায়ে চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম সমগ্র দেশব্যাপী সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী/বেসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কিছু খানায় আগামী ১০/১২/২০২৪ খ্রি. থেকে ৩০/১২/২০২৪ খ্রি.পর্যন্ত চলমান থাকবে। অর্থনৈতিক শুমারির এ তালিকাকরণ কার্যক্রমে ইউনিটসমূহের নাম, ঠিকানা, কার্যক্রমের ধরন এবং জনবলসহ গুরুত্বপূর্ণ কিছু কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করা হবে। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হতে ক্রমশ শিল্প ও সেবা নির্ভর হয়ে উঠছে। ফলে অকৃষি খাতগুলো জাতীয় আয় ও কর্মসংস্থানে অধিকতর অবদান রাখছে। দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ খাতসমূহের পর্যাপ্ত তথ্যের ঘাটতি রয়েছে।

০২। নতুন বাংলাদেশ বিনির্মাণে অষ্টম পঞ্চমবার্ষিক পরিকল্পনা,  টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), প্রমাণনির্ভর পরিকল্পনা প্রণয়নে নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়ন ও সরবরাহে ব্যবহারে ৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০৩। বর্ণিতাবস্থায়, অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মাঠ পর্যায়ে চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ভুল, সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনার অধীন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ শুমারিকর্মীকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।   


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    



ছবি
প্রকাশের তারিখ
02/12/2024
আর্কাইভ তারিখ
28/12/2028