Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিনংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।   বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । সাতকানিয়া উপজেলার মোট জনসংখ্যা ৪,৫৪,০৫১ জন। পুরুষ ২,১৫,৮৪৭ জন,মহিলা ২,৩৮,২০৪ জন। খানার আকার ৪.৪৩ জন। স্বাক্ষরতার হার ৮০.৮৪%,পুরুষ স্বাক্ষরতার হার ৮২.৪৯%,মহিলা স্বাক্ষরতার হার ৭৯.৩৭%। জাতীয় তথ্য: জনসংখ্যার ঘনত্ব ১১৭১ জন (প্রতি বর্গকিলোমিটার-সূত্র:এসভিআরএস ২০২৪) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩(সূত্র:এসভিআরএস ২০২৪) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৬.৩ (সূত্র:এসভিআরএস ২০২৪)জনসংখ্যার স্থুল জন্মহার ১৯.৪ (প্রতি হাজারে), জনসংখ্যার স্থুল মৃত্যুহার ৬.১ (প্রতি হাজারে), পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার ৩৩ (প্রতি হাজারে), (সূত্র: এসভিআরএস ২০২৪) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (সূত্র:এসভিআরএস ২০২৪) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৭.৯% (সূত্র:এসভিআরএস ২০২৪) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (সেপ্টেম্বর ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-সূত্র:এসভিআরএস ২০২৪)। জিডিপি - ৫০,৪৮০,২৭৪ মিলিয়ন টাকা (২০২৩-২৪) (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.৮২%(২০২৩-২৪) (P জিএনআই - ৫২,৫৩১ বিলিয়ন টাকা (২০২৩-২৪) (P মাথাপিছু আয় - ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪)। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২১-২২)। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২১-২২) । রেমিটেন্স ২১৫.৮৯ বিলিয়ন টাকা (মার্চ ২০২৩)বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫,৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার (২০২৩-২৪) সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩ 


শিরোনাম
Sample Vital Registration System in Digital Platform (SVRS) এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান।
বিস্তারিত

Sample Vital Registration System in Digital Platform (SVRS) এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান।

বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারপূর্বক মোবাইল ও ওয়েব এপ্লিকেশন এর মাধ্যমে জনসংখ্যা,জনস্বাস্হ্য ও জনমিতিসহ আর্থসামাজিক উন্নয়ন পরিবীক্ষণ করার লক্ষ্যে বিবিএস প্রতি মাসে মাঠ পর্যায়ে  খানা ভিত্তিক তথ্য সহ জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক/দাম্পত্য বিচ্ছিন্ন,বহির্গমন,আগমন,জন্মনিয়ন্ত্রণ,প্রতিবন্ধিতা,গর্ভবর্তী রেজস্টিার এর তথ্য সংগ্রহ করে আসছে।

  টেকসই নীতি পরিকল্পনার প্রধান চালিকাশক্তি ও আলোকবর্তিকা হলো নির্ভরযোগ্য তথ্য উপাত্ত।জাতীয় পরিসংখ্যান সংস্হা (এনএসও) হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিরলসভাবে উন্নয়নের রক্ত প্রবাহ সচল রাখতে হালনাগাদ তথ্য উপাত্ত প্রস্তুত ও প্রকাশ করে আসছে প্রতিনিয়ত।একই ধারাবাহিকতায় জনসংখ্যা,জনস্বাস্হ্য ও জনমিতিসহ আর্থসামাজিক উন্নয়ন পরিবীক্ষণ করার লক্ষ্যে বিবিএস জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক/দাম্পত্য বিচ্ছিন্ন,বহির্গমন,আগমন,জন্মনিয়ন্ত্রণ,প্রতিবন্ধিতা,গর্ভবর্তী রেজস্টিার বিষয়ক জনমিতকি উপাত্তের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উপাত্তের তথ্য সংগ্রহ করে।


 তথ্যসমূহ সরকারের নীতিনির্ধারক,পরিকল্পনাবিদ,দাতা সংস্হা,,উন্নয়নকর্মী ও গবেষকগণ অতীব গুরত্বের সাথে ব্যবহার করে থাকেন। গুরত্বের দিক বিবেচনা করে SVRS এর তথ্য সমূহ দেশ ও সমাজের নিকট দায়বদ্ধ।


এমতাবস্থায়, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে আপনার খানায় উপস্হিতরত SVRS রেজিস্টারকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হল।                                                                                   

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/10/2024
আর্কাইভ তারিখ
11/09/2025