পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করে আসছে। এরই ধারাবহিকতায় বিবিএস কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারপূর্বক মোবাইল ও ওয়েব এপ্লিকেশন এর মাধ্যমে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মাঠ পর্যায়ে চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম সমগ্র দেশব্যাপী সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী/বেসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কিছু খানায় আগামী ১০/১২/২০২৪ খ্রি. থেকে ৩০/১২/২০২৪ খ্রি.পর্যন্ত চলমান থাকবে। অর্থনৈতিক শুমারির এ তালিকাকরণ কার্যক্রমে ইউনিটসমূহের নাম, ঠিকানা, কার্যক্রমের ধরন এবং জনবলসহ গুরুত্বপূর্ণ কিছু কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করা হবে। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হতে ক্রমশ শিল্প ও সেবা নির্ভর হয়ে উঠছে। ফলে অকৃষি খাতগুলো জাতীয় আয় ও কর্মসংস্থানে অধিকতর অবদান রাখছে। দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ খাতসমূহের পর্যাপ্ত তথ্যের ঘাটতি রয়েছে।
০২। নতুন বাংলাদেশ বিনির্মাণে অষ্টম পঞ্চমবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), প্রমাণনির্ভর পরিকল্পনা প্রণয়নে নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়ন ও সরবরাহে ব্যবহারে ৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
০৩। বর্ণিতাবস্থায়, অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মাঠ পর্যায়ে চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ভুল, সঠিক ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনার অধীন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ শুমারিকর্মীকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস