সাম্প্রতিক কর্মকাণ্ড
VAW (Violence Against Women) জরিপ চলমান।চলবে ১২/১২/২০২৩ হতে ২২/১২/২০২৩ পর্যন্ত।সাতকানিয়া ৫ টি স্পটে তথ্য সংগ্রহ চলমান।
১৫-২১ জুন ২০১২ খ্রি. : সারাদেশের ন্যায় সাতকানিয়া উপজেলাতেও দেশের প্রথম ডিজিটাল ও ষষ্ঠ 'জনশুমারি ও গৃহগণনা ২০২২' অনুষ্ঠিত। সাতকানিয়া উপজেলাকে ৮টি জোনে ভাগ করে ১ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ৮ জন জোনাল অফিসার, ৮ জন আইটি সুপারভাইজার, সুপারভাইজার ও গণনাকারীর সমন্বয়ে এ শুমারি সম্পন্ন হয়। সাতকানিয়া পরিসংখ্যান তদন্তকারী জনাব মোহাম্মদ জোবায়ের এতে উপজেলা শুমারি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
আর্থসামাজিক ও জনমিতিক জরিপ
খাদ্য নিরাপত্তা জরিপ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS