Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা পরিনংখ্যান কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।     মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)।  বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৬৯% (জুলাই ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫%(২০২১-২২) (P জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২) (P মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার (২০২২-২৩)। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২১-২২)। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২১-২২) । রেমিটেন্স ২১৫.৮৯ বিলিয়ন টাকা (মার্চ ২০২৩)বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২) সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩ 

         


সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকাণ্ড

VAW (Violence Against Women) জরিপ চলমান।চলবে ১২/১২/২০২৩ হতে ২২/১২/২০২৩ পর্যন্ত।সাতকানিয়া ৫ টি স্পটে তথ্য সংগ্রহ চলমান।

১৫-২১ জুন ২০১২ খ্রি. : সারাদেশের ন্যায় সাতকানিয়া উপজেলাতেও দেশের প্রথম ডিজিটাল ও ষষ্ঠ 'জনশুমারি ও গৃহগণনা ২০২২' অনুষ্ঠিত। সাতকানিয়া উপজেলাকে ৮টি জোনে ভাগ করে ১ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ৮ জন জোনাল অফিসার, ৮ জন আইটি সুপারভাইজার,  সুপারভাইজার ও গণনাকারীর সমন্বয়ে এ শুমারি সম্পন্ন হয়। সাতকানিয়া পরিসংখ্যান তদন্তকারী জনাব মোহাম্মদ জোবায়ের এতে উপজেলা শুমারি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।   

আর্থসামাজিক ও জনমিতিক জরিপ

খাদ্য নিরাপত্তা জরিপ